গত ৫ দিনে যশোরের সীমান্তবর্তী উপজেলা বেনাপোল ও শার্শায় দুই দিনে বিএনপির দুই কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যার ঘটনায় পুলিশ দুই জনকে আটক করেছে।
আটককৃতরা হলো আহসান কবির ওরফে সোহেল রানা (৩১) ও রিপন হোসেন (৩০)। আহসন কবির ওরফে দেহেল রানা যশোর কোতোয়ালি থানার ছোট মেঘলা (চাঁচড়া) গ্রামের আতিয়ার রহমানের ছেলে ও রিপন হোসেন কেনাপোল পোর্ট খানায় ডুবপাড়া গ্রামের মমিনুর রহমানের ছেলে।
গত মঙ্গলবার রাত ১১টায় শার্শা উপজেলার লক্ষণপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামের একটি চায়ের দোকানে হামলা চালিয়ে লিটন হোসেন (৩০) নামে এক বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।
এছাড়া গত রবিবার রাতে দুর্বৃত্তরা বেনাপোলের ডুবপাড়া গ্রামে বোমা হামলা চালিয়ে বিএনপি নেতা আব্দুল হাই (৫৫) কে হত্যা করে। আব্দুল হাই ওই গ্রামের হারান হকের ছেলে।
এ বিষয়ে শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন বলেন, নিহত লিটন ও আব্দুল হাই বিএনপির সক্রিয় দুই কর্মী। পূর্বশত্রুতার জেরে সন্ত্রাসীরা তাদের হত্যা করেছে। খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
বেনাপোল পোর্ট থানার ওসি রাসেল মিয়া বলেন, গত ৫ দিনে শার্শা উপজেলায় দুইটি হত্যাকাণ্ড ঘটেছে। এ ব্যাপারে অভিযান চলছে। এ পর্যন্ত দুজনকে আটক করা হয়েছে।
খুলনা গেজেট/এইচ
The post শার্শায় ৫ দিনে বিএনপির দুই কর্মী খুন, আটক ২ appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.