পার্বত্য জেলার পাহাড়ে গড়ে উঠা বাগানে ডালে ডালে ঝুলছে নানা জাত ও রঙের বিদেশি আম। এসব আম দেখতে যেমন বিচিত্র, এগুলোর স্বাদও ভিন্ন। সবকটি আমের রয়েছে ভিন্ন ভিন্ন বাহারি নাম। কোনটির নাম আমেরিকান পামলার, কোনটি রেড আইভরি, ব্যানানা ম্যাংগো কিংবা কোনটি পরিচিত আপেল ম্যাংগো নামে।
সংশ্লিষ্টরা বলছেন, দুই দশক আগেও পার্বত্য জেলার পাহাড়ে বাণিজ্যিকভাবে আম চাষ হতো না। কিন্তু ২০০৪ সালের পর থেকে বদলে যেতে… বিস্তারিত