কোনো দেশের কোনো স্কুলে যেন এ ধরনের কোনো অবাঞ্ছিত ঘটনা না ঘটে, কোনো শৈশব-কৈশোরকে যেন অকালে হারিয়ে যেতে না হয়, শৈশবে ঘটে যাওয়া কোনো ঘটনার আতঙ্কের ছাপ নিয়ে গোটা জীবন কাটাতে না হয়—এ চলচ্চিত্র সেই বার্তা দিয়ে যায়।