দক্ষিণী সিনেমার সুপারস্টার নাগার্জুন ও বলিউড অভিনেত্রী টাবুর প্রেম একসময় ছিল টিনসেল টাউনের অন্যতম আলোচিত সম্পর্ক। নব্বইয়ের দশকে এই দুই তারকার মধ্যে গড়ে উঠেছিল গভীর প্রেম—যা নিয়ে আজও চলে নানা গুঞ্জন ও চর্চা। টাবু পর্যন্ত নাকি মুম্বাই ছেড়ে নাগার্জুনের টানে হায়দরাবাদে বসবাস শুরু করেছিলেন। প্রায় দশ বছর ধরে সম্পর্ক থাকলেও শেষমেশ তা ভেঙে যায়, কারণ তখন নাগার্জুন ছিলেন বিবাহিত, তার স্ত্রী ছিলেন অভিনেত্রী অমলা আক্কিনেনি।
এরপর মন ভেঙে মুম্বাই ফিরে আসেন টাবু। যদিও সম্পর্ক ভাঙলেও এখনও নাগার্জুনকে মন থেকে মুছতে পারেননি এই অভিনেত্রী।
১৯৯৮ সালে মুক্তি পাওয়া তেলুগু ছবি ‘আভিড়া মা আভিড়ে’-র শুটিংয়ের সময়ই নাকি নাগার্জুনের সঙ্গে টাবুর সম্পর্ক গড়ে ওঠে। তার আগে পরিচালক সাজিদ নাদিয়াওয়ালার সঙ্গেও টাবুর সম্পর্কের গুঞ্জন শোনা গিয়েছিল।
‘কফি উইথ করণ’ অনুষ্ঠানে নাগার্জুনকে নিয়ে প্রশ্ন করা হলে টাবু বলেন, ‘জীবনে অনেকেই এসেছে, আবার চলে গিয়েছে। কিন্তু নাগার্জুন আমার অন্যতম কাছের মানুষ। তিনি আমার খুব ভালো বন্ধু।’
এদিকে, দীর্ঘ সময় ধরে স্বামীর সঙ্গে টাবুর সম্পর্কের গুঞ্জন চললেও মুখ খোলেননি অমলা। তবে টাবু হায়দরাবাদ থেকে মুম্বই ফিরে যাওয়ার পর প্রথমবার এই প্রসঙ্গে কথা বলেন তিনি।
অমলা বলেন, ‘টাবুর সঙ্গে যোগাযোগ আছে। আমি জীবনে খুবই সুখী। আমার সংসার আমার কাছে মন্দিরের মতো। আমি চাই না, এ ধরনের গুজব আমাদের পরিবারকে স্পর্শ করুক।’
The post বিবাহিত নাগার্জুনের সঙ্গে প্রেম করে যা করেছিলেন অভিনেত্রী টাবু appeared first on Ctg Times.