কক্সবাজারের উখিয়ার আশ্রয় শিবিরে স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে ছৈয়দ আলম (২৭) নামে এক রোহিঙ্গা এনজিও কর্মীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত ছৈয়দ আলমকে আটক করেছে এপিবিএন পুলিশ।

বুধবার (১১ জুন) রাত আনুমানিক রাত সাড়ে ৮ টার দিকে উখিয়ার ২ নম্বর ক্যাম্পের নিজ বসতঘরে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন ক্যাম্প মাঝি ইদ্রিস মিয়া।

নিহত আয়েশা খাতুন (২৫) উখিয়ার ২ নম্বর ক্যাম্পের ওয়েস্ট ডি-১২ ব্লকের বাসিন্দা। তার স্বামী ছৈয়দ আলমও একই ক্যাম্পে থাকতেন।

ক্যাম্পের মাঝি ইদ্রিস মিয়া জানান, রোহিঙ্গা ক্যাম্প-২ ওয়েস্টের বাসিন্দা এনজিও সংস্থা ‘এক্টে’ কর্মরত ছৈয়দ আলম ও তার স্ত্রী আয়েশা খাতুনের মধ্যে পারিবারিক কলহের জেরে কথা কাটাকাটি হয়।
তর্কের এক পর্যায়ে স্ত্রী আয়েশা খাতুনকে ছুরি দিয়ে গলা কেটে হত্যা করেছে। পরে ঘটনাটি এপিবিএন পুলিশকে জানানো হয়। পুলিশ অভিযান চালিয়ে করে ঘাতক ছৈয়দ আলমকে আটক করে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আরিফ হোসেন বলেন, রোহিঙ্গা ক্যাম্পে স্বামীর হাতে স্ত্রী নিহত হয়েছে বলে জেনেছি। পরে থানা থেকে পুলিশের টিম ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ অভিযুক্তকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

The post কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে স্ত্রীকে গলা কেটে হত্যা, স্বামী আটক appeared first on Ctg Times.