জাতীয় দলের তিন ফরম্যাটেই অধিনায়কত্ব করছিলেন নাজমুল হোসেন শান্ত। কিন্তু গত ডিসেম্বরে আচমকা টি-টোয়েন্টি ফরম্যাটের নেতৃত্ব ছেড়ে দেন তিনি। এরপর যদিও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কিংবা শান্ত কেউই এই প্রসঙ্গে স্পষ্ট করে কিছু বলেননি। এরই মধ্যে নতুন করে টি-টোয়েন্টির নেতৃত্ব পেয়েছেন লিটন দাস।
এদিকে শ্রীলঙ্কার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আগামীকাল শুক্রবার (১৩ জুন) দেশ ছাড়বে বাংলাদেশ দল। তার আগে আজ বৃহস্পতিবার (১২ জুন) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শেষবারের মতো অনুশীলন করেছে টাইগাররা। এরপর সংবাদ সম্মেলনে বিভিন্ন কথা ফাঁকে টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়া নিয়ে কথা বলেছেন শান্ত।

শান্ত বলছিলেন, ‘টি-টোয়েন্টির ক্যাপ্টেন্সি ছাড়ার পেছনে একটা কারণ ছিল যে আমি নিজে থেকেই ক্রিকেট বোর্ডকে জানিয়েছিলাম। আমি আর অধিনায়কত্ব করতে চাই না, এই ফরম্যাটে। আমার নিজের ব্যাটিংটাতে একটু সময় দিতে চাচ্ছিলাম। কারণ আমাদের এত খেলা হচ্ছে টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি।’

‘নিজের ব্যাটিং নিয়ে কাজ করতে একটু ডিফিকাল্ট হচ্ছিল। তো ওই কারণে আমি বোর্ডকে অনুরোধ করেছিলাম টি-টোয়েন্টিতে না থাকতে। ব্যাটিংটাতে আরো ফোকাস দিতে, যে কারণে ব্যাটিংটাতে আরো…দলের জন্য কনট্রিবিউট করতে পারি। ওই জায়গায় আমার মনে হয় সামনে যদি সুযোগ আসে আমি আরো ভালোভাবে কন্ট্রিবিউট করতে পারব।’-বলেন শান্ত।

এদিকে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত টি-টোয়েন্টির অধিনায়ক হিসেবে নিযুক্ত করা হয় লিটন দাসকে। যা বেশ ভালো লেগেছে শান্তর, ‘প্রত্যেক অধিনায়ক লম্বা সময় পেলে খুবই ভালো। আমাকেও এক-দেড় বছর হলো দেওয়া হয়েছে। যে- থাকুক, লম্বা সময় যদি দেওয়া হয়, একটা বিশ্বকাপ চিন্তা করে বা টেস্ট চ্যাম্পিয়নশিপের সার্কেল চিন্তা করে, তাহলে প্ল্যান করা খুবই সহজ। আমার সাথে বোর্ডের যতটুকু আলোচনা হয়েছে, আমি খুশি। যেভাবে তাদের সময় দিয়েছেন, পরিকল্পনা দিয়েছেন। আমার জন্য পরিকল্পনা করা সহজ হয়ে গেছে।’

শান্তও আছেন পরবর্তী ওয়ানডে বিশ্বকাপের অধিনায়ক হিসেবে বিবেচনায়। টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রও শুরু হচ্ছে তার অধীনে। তিনি বলেন, ‘আমার সাথে বোর্ডের যতটুকু কথা হয়েছে, তাদেরও চিন্তাভাবনা এরকমই। লম্বা সময় পেলে ক্যাপ্টেন ভাবতে পারে কোন কন্ডিশনে কোন খেলোয়াড় খেলাবে। অনেক সময় ব্যাটিং পজিশন নিয়ে অনেক কথা বলি। ঐ জিনিসগুলো ঠিক করা ক্যাপ্টেনের জন্য সহজ হয়। ইতোমধ্যে টেস্টে একটা সুন্দর শুরু হয়েছে। আশা করব ওয়ানডেতেও এমন কোনো প্ল্যান করবে।’

The post টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়ার কারণ জানালেন শান্ত appeared first on Bangladesher Khela.