২০২১-২৩ চক্রে ৯ আর ২০২৩-২৫ চক্রে ৭-এ থেকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ শেষ করেছিলো বাংলাদেশ। টাইগারদের লক্ষ্যটা এবার আরেকটু উঁচুতে, ৪ বা ৫ না হলেও অন্তত ৬-এ থেকে সাইকেল শেষ করতে চায় তারা।
লর্ডসে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৩-২৫ সাইকেলের মুকুট জেতার লক্ষে লড়ছে। এই ম্যাচের পরই বাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্ট দিয়ে শুরু হবে ২০২৫-২৭ সাইকেল। গলে দুদল ১৭ জুন দুই ম্যাচের সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হবে। দ্বিতীয় টেস্ট মাঠে গড়াবে ২৫ জুন।
দুটি টেস্ট ছাড়াও ওই সিরিজে তিনটি ওয়ানডে ও সমানসংখ্যক টি-২০ রয়েছে। যাকে সামনে রেখে বেশ কয়েকজন ক্রিকেটারের আজ শ্রীলঙ্কার উদ্দেশে রওনা দেওয়ার কথা। বাকি সদস্যরা যাবেন আগামীকাল। প্রথম বহর দেশ ছাড়ার আগে মিরপুরে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন টেসট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সেখানেই টেস্ট চ্যাম্পিয়নশিপের আসন্ন চক্রে অন্তত ৬-এ থাকার বাসনা প্রকাশ করেছেন তিনি।
শান্ত বলেন, ‘গত বছর আমরা সাতে শেষ করেছি। অবশ্যই লক্ষ্য থাকবে, যাতে এ বছর ৪, ৫ বা ৬ এর মধ্যে আসতে পারি। তাহলে খুবই ভালো হয়। গত বছর উইনিং পারসেন্টেজ ৪৫ (আসলে ৩৩.৩) বা এরকম ছিলো। এখান থেকে যদি একটু বাড়াতে পারি; ৫০, ৫৫, ৬০ হলে ক্যাপ্টেন হিসেবে (সেটা) আমার ভালো অ্যাচিভমেন্ট হবে।’
শান্ত বলেন, ‘২০২৫-২৭ সার্কেলে ভালো করতে হবে। এটা অনেক গুরুত্বপূর্ণ, একটা ওয়ার্ল্ড কাপের মতো। এখানে ভালো করতে পারলে ক্যাপ্টেন হিসেবে ভালো লাগবে। আপনি যদি দেখেন যে এ বছর আমাদের যে ১২টা টেস্ট ম্যাচ আছে, তার প্রতিটা দলই কিন্তু শক্তিশালী। সহজ হবে না, অনেক চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যেতে হবে। তো সবাই একসাথে এফোর্ট দিলে ভালো রেজাল্ট করা সম্ভব।’
The post টেস্ট চ্যাম্পিয়নশিপের আসন্ন চক্রে বাংলাদেশের অন্তত ছয়ে থাকার ইচ্ছা appeared first on Bangladesher Khela.