টেস্ট ক্রিকেটের তীর্থভূমি লর্ডসে রচিত হলো এক বিরল ইতিহাস। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার প্রথম দিনেই এমন এক ঘটনা ঘটল, যা ইংল্যান্ডের ৫৬১টি টেস্টের ইতিহাসে আগে কখনও দেখা যায়নি। এই প্রথমবার কোনো টেস্ট ম্যাচের প্রথম দিনে দুই দলেরই এক নম্বর ব্যাটার (ওপেনার) শূন্য রানে আউট হয়ে ফিরেছেন।
প্রথমে ব্যাট করতে নেমেছিল অস্ট্রেলিয়া। তাদের ওপেনার উসমান খাজা ছিলেন অত্যন্ত রক্ষণাত্মক মেজাজে। ২০ বল খেলার পরও তিনি রানের খাতা খুলতে পারেননি। শেষ পর্যন্ত দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাদার বিধ্বংসী গতির সামনে দাঁড়াতে না পেরে শূন্য রানেই সাজঘরে ফেরেন খাজা। রাবাদা একাই তুলে নেন ৫ উইকেট, আর সঙ্গী পেসার মার্কো জানসেনের শিকার ৩ উইকেট। এই দুই পেসারের দাপটে অস্ট্রেলিয়ার ইনিংস মাত্র ২১২ রানেই গুটিয়ে যায়।

জবাবে ব্যাট করতে নেমেও দক্ষিণ আফ্রিকা একই ধরনের চাপে পড়ে। ইনিংসের গোড়াপত্তন করতে আসা এইডেন মার্করাম শুরুতেই অস্ট্রেলিয়ার পেসার মিচেল স্টার্কের বলে উইকেট ছুঁড়ে দেন। তিনি ছয় বল খেললেও রানের খাতা খুলতে ব্যর্থ হন, অর্থাৎ শূন্য রানেই বিদায় নেন। দিন শেষে দক্ষিণ আফ্রিকা ৪৪ রান তুললেও ততক্ষণে তারা ৪টি গুরুত্বপূর্ণ উইকেট হারিয়ে ফেলেছিল।

এই ঘটনায় এক ঐতিহাসিক রেকর্ড তৈরি হয়েছে। ১৮৮০ সাল থেকে ইংল্যান্ডে অনুষ্ঠিত টেস্ট ম্যাচের ইতিহাসে এই প্রথমবার, দুই দলের ওপেনার এক ম্যাচের প্রথম ইনিংসে শূন্য রানে আউট হয়েছেন। এমনকি ১৪৫ বছরের টেস্ট ইতিহাসেও এটি অত্যন্ত বিরল এক ঘটনা। যদিও টেস্ট ক্রিকেটে দুই ওপেনারের শূন্য রানে ফেরার দৃশ্য একেবারেই নতুন নয়। এর আগে এমন ঘটনা আরও নয়বার ঘটেছে। তবে সেসবের ছয়বারই জড়িত ছিলেন অস্ট্রেলিয়ার ব্যাটাররা।

The post ১৪৫ বছর পর লর্ডস টেস্টে ঘটল যে বিরল ঘটনা appeared first on Bangladesher Khela.