জাতীয় দলের তরুণ গোলরক্ষক মিতুল মারমা গত ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে ভাই হারানোর শোক নিয়ে মাঠে নেমেছিলেন। কিন্তু সেই ম্যাচে প্রত্যাশা অনুযায়ী পারফরম্যান্স করতে না পারায় তিনি দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছেন।
গত বছর থেকেই বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ কাবরেরার প্রথম পছন্দ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন মিতুল। ঘরোয়া লিগে আবাহনীর হয়েও তিনি ধারাবাহিকভাবে দারুণ পারফর্ম করে যাচ্ছেন। ফলে সিঙ্গাপুরের বিপক্ষেও গোলপোস্টের নিচে তার ওপরই পূর্ণ আস্থা রেখেছিলেন কাবরেরা।

এর আগে, ৪ জুন ভুটানের বিপক্ষে বাংলাদেশ দুর্দান্ত জয় পেয়েছিল, যেখানে মিতুল ক্লিন শিট রেখেছিলেন। তারও আগে ভারতের বিপক্ষে ম্যাচেও তিনি গোল হজম করেননি। এই দুটো ম্যাচেই তার পারফরম্যান্স ছিল অনবদ্য। তবে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে তিনি ২ গোল হজম করেন, যা তার সাম্প্রতিক ধারাবাহিকতার সাথে ঠিক মেলেনি।

ভুটান ম্যাচের মাত্র দুই দিন পর, ৬ জুন মিতুলের বড় ভাই না ফেরার দেশে পাড়ি জমান। এই হৃদয়বিদারক সংবাদ পাওয়ার পরও মিতুল নিজের শোক বুকে চেপে দলের সাথেই অনুশীলন চালিয়ে যান। ম্যানেজমেন্ট তাকে শেষকৃত্যে অংশ নিতে রাঙামাটিতে নিজের বাড়িতে যাওয়ার অনুমতি দিলেও, দেশের প্রতি দায়বদ্ধতা থেকে তিনি তা করেননি।

ভাই হারানোর গভীর শোকের কথা মিতুল তার অফিশিয়াল ফেসবুক পেজে জানিয়েছেন। তিনি লেখেন,‘আমার জীবনের সবচেয়ে দুঃখজনক মুহূর্তগুলো আমার ওপর অনেক প্রভাব ফেলেছে। আমি এমন কিছু ঘটনার মুখোমুখি হয়েছি, যা আমার হৃদয় ভেঙে দিয়েছে। কিছুদিন আগে যখন আমার বড় ভাই মারা যান, আমি প্রথমবার সত্যিই অনেক দুঃখ পেয়েছিলাম।’

তবে এই বিশাল ব্যক্তিগত ক্ষতি সত্ত্বেও মিতুল সিঙ্গাপুর ম্যাচের প্রতি পুরোপুরি মনোনিবেশ করার চেষ্টা করেন। ম্যাচে তার পারফরম্যান্স প্রত্যাশা অনুযায়ী না হওয়ায় তিনি দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছেন। তিনি লিখেছেন,‘ভাইকে হারানোর শোক নিয়েও আমি দেশকে আমার সর্বোচ্চ চেষ্টা করেছি। আমি ম্যাচে অবদান রাখার চেষ্টা করেছি, কিন্তু পারিনি। এ জন্য সত্যিই আমি দুঃখিত এবং ক্ষমাপ্রার্থী। এটা আমার জন্য সত্যিই কঠিন সময় ছিল। আমার ভুলগুলোর জন্য আমাকে ক্ষমা করবেন। বিশ্বাস রাখুন, আমি আরও শক্তিশালী হয়ে ফিরে আসব।’

The post খারাপ পারফরম্যান্সের জন্য ক্ষমা চাইলেন মিতুল মারমা appeared first on Bangladesher Khela.