বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে গাজীপুর জেলার শ্রীপুর পৌর শহরের মাধখলা এলাকায় অবস্থিত তুলা গবেষণা, প্রশিক্ষণ ও বীজ বর্ধন খামার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
উপদেষ্টা বলেন, ‘ইন্সপেকশনে দিয়ে দিয়েছি। ইউক্যালিপটাস ও আকাশমনি গাছ ধীরে ধীরে কেটে ফেলা হবে। এমনকি এগুলোর চারা পাওয়া যাবে না। এই দুটি গাছ দেশের পরিবেশ ও মাটির ক্ষতি করে, তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
তিনি আরও বলেন, ‘এই জায়গাটি যেন কোনোভাবে পতিত অবস্থায় না থাকে, সেটা নিশ্চিত করতে হবে। তুলা গবেষণা ও বীজ উৎপাদনের ক্ষেত্রে এ খামার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এখানকার গবেষণা কার্যক্রম অনেক জায়গায় ভালো ফল দিচ্ছে। তাই তাদের রিসার্চ অবশ্যই আরও এগিয়ে নিতে হবে।’
এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর পুলিশ কমিশনার নাজমুল করিম খান, হাইওয়ে পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) শফিকুল ইসলাম, গাজীপুরের পুলিশ সুপার মো. যাবের সাদেক এবং কৃষি অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ রফিকুল ইসলামসহ স্থানীয় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
The post দুই প্রজাতীয় গাছ কেটে ফেলার কথা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা appeared first on Ctg Times.