অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বর্তমানে চার দিনের সরকারি সফরে যুক্তরাজ্যের লন্ডনে অবস্থান করছেন। বৃহস্পতিবার (১২ জুন) দিনব্যাপী তিনি একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক ও অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।

দিনটির কেন্দ্রবিন্দুতে রয়েছে ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস, ব্রিটিশ পার্লামেন্টের স্পিকার এবং আন্তর্জাতিক করপোরেট নেতাদের সঙ্গে উচ্চপর্যায়ের সাক্ষাৎ।

বাংলাদেশ সময় বিকেল ৪টা ২০ মিনিট থেকে ৪টা ৫০ মিনিট পর্যন্ত ড. ইউনূস ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে রাজপ্রাসাদে একান্ত বৈঠকে মিলিত হবেন। এতে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক, সামাজিক উদ্যোগ এবং নেতৃত্ব সংক্রান্ত বিষয়গুলো আলোচনায় আসার সম্ভাবনা রয়েছে।

পরে সন্ধ্যা ৬টা ৩০ মিনিট থেকে রাত ৮টা পর্যন্ত সেন্ট জেমস প্যালেসে আয়োজিত ‘কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড’ প্রদান অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। এই আয়োজনে রাজা চার্লস নিজ হাতে ড. ইউনূসকে সম্মানিত করবেন।

রাত ৮টা ৩০ মিনিট থেকে ৯টা পর্যন্ত হাউস অব কমন্সের স্পিকার স্যার লিন্ডসি হয়েলের সঙ্গে বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা।

এরপর রাত ৯টা ৩০ মিনিট থেকে ১০টা ৩০ মিনিট পর্যন্ত লন্ডনে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময়ে অংশ নেবেন তিনি।

রাত ১১টা ২৫ মিনিট থেকে রাত ১১টা ৪৫ মিনিট পর্যন্ত ইউপিএল লিমিটেডের চেয়ারম্যান ও সিইও জয় শ্রফের সঙ্গে তার বৈঠক নির্ধারিত রয়েছে। এ বৈঠকে পরিবেশবান্ধব প্রযুক্তি ও কৃষিখাতে সম্ভাব্য সহযোগিতা নিয়ে আলোচনা হতে পারে।

এ ছাড়া, সফরের অংশ হিসেবে ড. মুহাম্মদ ইউনূস ব্রিটিশ গণমাধ্যম বিবিসি ও আইটিভিকে সাক্ষাৎকার দেবেন বলে জানানো হয়েছে।

The post বৃহস্পতিবার লন্ডনে যেসব অনুষ্ঠানে অংশ নেবেন প্রধান উপদেষ্টা appeared first on Ctg Times.