সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত এই বৈঠকে টেকসই উন্নয়ন, শ্রমিকদের অধিকার, অভিবাসী শ্রমিকদের সুরক্ষা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।
বৈঠকে উপদেষ্টা আইএলও এবং এএসপিএজি গ্রুপের সমন্বয়কারী দেশ জাপানকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘এশিয়া-প্যাসিফিক অঞ্চল বৈশ্বিক শ্রমবাজারের ৬০% এবং জিডিপির ৪০% এর অবদান রাখছে। অথচ এই অঞ্চলটি এখনও অনানুষ্ঠানিক খাত, সামাজিক সুরক্ষার সীমাবদ্ধতা এবং জলবায়ু সংকটের মতো গুরুতর চ্যালেঞ্জের মুখোমুখি। এসব সমস্যার সমাধানে সম্মিলিত উদ্যোগ জরুরি।’
বাংলাদেশের শ্রম খাতে সাম্প্রতিক উন্নয়ন তুলে ধরে উপদেষ্টা বলেন, ‘প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় শ্রম আইন ২০০৬ সংশোধন, ট্রেড ইউনিয়ন নিবন্ধন প্রক্রিয়া সহজীকরণ এবং শ্রমিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। পাশাপাশি, যুব সমাজের জন্য দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টি আমাদের অন্যতম অগ্রাধিকার।’
বৈঠকে আইএলও মহাপরিচালক গিলবেরত এফ হউংব, এশিয়া-প্যাসিফিক অঞ্চলের ১৪টি দেশের প্রতিনিধি, বাংলাদেশের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান, বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) এর চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান (এনডিসি, পিএসসি), এবং পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (শিল্প পুলিশ) গাজী জসিম উদ্দিন উপস্থিত ছিলেন।
The post এশিয়া-প্যাসিফিক অঞ্চলের শ্রমমন্ত্রীদের সঙ্গে এম সাখাওয়াতের বৈঠক appeared first on Ctg Times.