ন্যাশনাল ডিবেট ফেডারেশন, বাংলাদেশের চেয়ারম্যান এ কে এম শোয়েবের সম্পাদনায় ‘যুক্তিপত্র: বিতর্ক শিল্পের সহজ পাঠ’ বিতর্ক শিল্পের অন্যতম সহায়ক একটি গ্রন্থ। বইটি শুধু বিতার্কিক নয়, একজন সাধারণ মানুষকেও গড়ে তোলে চিন্তাশীল নাগরিকরূপে। এটি আমাদের মনে করিয়ে দেয়, যুক্তি কখনো একমুখী নয়, বরং মতবিরোধের মধ্যেও থাকে শেখার অপার সম্ভাবনা। বইটি বিতর্ক শেখার চাবিকাঠি, সহনশীল মতভেদেরও এক শিক্ষণীয় অনুশীলন।