কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধিঃ

পটুয়াখালী জেলার কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে এক জেলের জালে ধরা পড়েছে বিরল প্রজাতির চারটি প্যারট ফিশ (Parrotfish)।

বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে মাছগুলো আলীপুর মৎস্য অবতরণ কেন্দ্রে নিয়ে আসা হলে তা দেখতে ভিড় জমান উৎসুক জনতা।স্থানীয়ভাবে এই মাছকে ‘টিয়া মাছ’ বলা হয়।

জানা গেছে, মাছগুলো ধরা পড়ে বুধবার রাতে পায়রা বন্দরের শেষ বয়ার অদূরে সাগরে। চট্টগ্রামের বাঁশখালি থেকে ‘আল্লাহর দোয়া-৪’ নামের একটি ট্রলার নিয়ে ১৭ জন জেলে নিয়ে সাগরে যান আবু সালেক (৪০) নামে এক জেলে। মাছ ধরার সময় তার জালেই ধরা পড়ে চারটি প্যারট ফিশ। মাছগুলোর মোট ওজন প্রায় ৫ কেজি।

বৃহস্পতিবার দুপুরে মাছগুলো আলীপুর মৎস্য আড়তে আনা হলে স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয়। অনেকেই এই মাছ এর আগে কখনও দেখেননি বলে জানান। পরে বড় পোয়া মাছের সঙ্গে নিলামে প্রতিকেজি ৫০০ টাকা দরে মাছগুলো কিনে নেন আব্দুল্লাহ নামের এক পাইকারি মাছ ব্যবসায়ী।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, স্থানীয়ভাবে এই মাছগুলোকে ‘টিয়া মাছ’ বলা হলেও বৈজ্ঞানিকভাবে এর নাম Scarus zufar। মাছটি বাংলাদেশে সচরাচর দেখা যায় না। মূলত ভারত মহাসাগর উপকূলীয় অঞ্চল, বিশেষ করে ওমান উপকূল ও দক্ষিণ উপকূলীয় জলসীমায় এসব মাছের দেখা মেলে। ১৯৯৫ সালে এ প্রজাতির মাছ প্রথমবারের মতো বৈজ্ঞানিকভাবে শনাক্ত হয়।

তিনি আরও বলেন, টিয়া মাছ সামুদ্রিক পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সাধারণত প্রবাল প্রাচুর্যপূর্ণ অঞ্চলে এদের দেখা যায় এবং খাদ্যচক্রে এদের গুরুত্ব রয়েছে।

বিরল এই মাছ বঙ্গোপসাগরের জলজ বৈচিত্র্যের প্রমাণ দিচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

The post বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল প্রজাতির ‘প্যারট ফিস’ appeared first on Amader Barisal – First online Newspaper of Greater Barisal – Stay with Barisal 24×7.