বাবুগঞ্জ প্রতিনিধিঃ ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স (এনএসআই) পরিচয় দিয়ে বিয়ে করতে এসে গণপিটুনির শিকার হয়েছেন ময়মনসিংহের কুল্লাপাড়া গ্রামের মোশারফ হোসেনের ছেলে মোনায়েব আহম্মেদ (হৃদয়) নামের এক প্রতারক। বুধবার সন্ধ্যায় বরিশালের বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের পশ্চিম রাকুদিয়া গ্রামের জাহিদুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে। স্থানীয় ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, প্রতারক মোনায়েব প্রাইভেট কম্পানিতে চাকরি করলেও কলেজ পড়ুয়া ওই মেয়েকে নিজেকে পুলিশের এনএসআই পরিচয় দিয়ে মোবাইলে প্রেমের ফাঁদে ফেলেন। মেয়ের বাবা জাহিদুল ইসলাম বলেন, তার মেয়ের ভাষ্য মতে গত সপ্তাহে তার স্বজনদের নিয়ে ছেলের বাড়ি ময়মনসিংহ কুল্লাপাড়া গ্রামে ছেলের বাড়িঘর দেখতে যান। বাড়িঘর দেখতে গিয়েও সেখানে ওই প্রতারকের নিজের ঘর না দেখিয়ে অন্যের ঘর দেখানো হয়েছে। তিনি বলেন, গত বুধবার বিয়ের আয়োজনে আত্মীয়-স্বজনদের দাওয়াত করা হয়। বিয়ের আসরে এক অবসরপ্রাপ্ত পুলিশ ছেলের কাছে পুলিশের পরিচয়পত্র দেখতে চাইলে তা দেখাতে না পারায় ভুয়া এনএসআই মোনায়েবকে স্থানীয়রা গণপিটুনি দেয়। বরের সঙ্গে লোকজনও স্বীকার করেন বরের বসতঘরটিও সঠিক ছিল না। এ ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য মো. শাহ আলম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মেয়ের মান-সম্মানের কথা চিন্তা করে আইনগত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

The post ভুয়া এনএসআই পরিচয়ে বিয়ে করতে এসে গণপিটুনি খেলো যুবক appeared first on Amader Barisal – First online Newspaper of Greater Barisal – Stay with Barisal 24×7.