মোঃ আলহাজঃ বরিশালের হিজলা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সোলাইমান সরদার  (৩০)নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার(১২জুন)সকাল সাড়ে ১০টার সময় উপজেলার বড়জালিয়া ইউনিয়নের সদর টেকের বাজারে এ দুর্ঘটনা ঘটে।নিহত সোলাইমান উপজেলার হরিনাথপুর ইউনিয়নের (পূর্বকান্দী) কোলচর গ্রামের বাসিন্দা এবং মোঃ হাবিবুর রহমান সরদারের ছেলে।তিনি টেকের বাজারে শরিফ দেওয়ানের মালিকানাধীন মিষ্টির দোকানে কারিগর হিসেবে কাজ করতেন।নিহতের পরিবার সূত্রে জানা যায়,কাজের সময় দোকানে ঝুলে থাকা বিদ্যুতের ছেড়া তাঁরে অসাবধানতা বশত হাত লেগে সোলাইমান বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পাশে থাকা  গরম মিষ্টির কড়াইতে পড়ে যায়।

এ সময় দোকানের অন্য কর্মচারীরা দ্রুত উদ্ধার করে হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত.ঘোষণা করেন। হিজলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আমিনুল ইসলাম বলেন, হিজলা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের- ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

The post হিজলায় মিষ্টির দোকানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু appeared first on Amader Barisal – First online Newspaper of Greater Barisal – Stay with Barisal 24×7.