কাউখালী (পিরোজপুর) সংবাদদাতাঃ পিরোজপুরের কাউখালীর শিয়ালকাঠীতে এক ব্যবাসীর বাসার তালা ভেঙে স্বর্ণালঙ্কারসহ নগদ টাকাসহ প্রায় ৪৩ লাখ টাকার মালামাল লুট করে নিয়েছে চোরচক্র।

ঘটনাটি ঘটে বুধবার (১১জুন) শিয়ালকাঠী চৌ-রাস্তা এলাকায়। এ ঘটনায় অজ্ঞাত চোরচক্রের বিরুদ্ধে কাউখালী থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, ঢাকার ব্যবসায়ী মোঃ আমির হোসেন ও তার পরিবার ঈদুল আজহা উপলক্ষে গ্রামের বাড়ি উপজেলার শিয়ালকাঠী গ্রামে বেড়াতে যায়। বুধবার সন্ধ্যায় বাসার সকলে আমির হোসেনের শ্বশুর বাসায় বেড়াতে যায়,সেখান থেকে সন্ধ্যা সাড়ে আটটার দিকে এসে দেখেন বিল্ডিং এর সামনে দরজার তালা ভেঙ্গে ঘরে প্রবেশ করে প্রত্যেক রুম তছনছ করে এবং রুমের মধ্যে থাকা আমির হোসেন এর স্ত্রী ও মেয়ের ষ্টীলের আলমীরা ভেঙ্গে প্রায় ২২ভরি বিভিন স্বর্ণের গহনা যার বাজার মুল্য ৩৮লাখ ৫০ হাজার টাকা এবং নগদ ৪ লাখ পচাঁত্তর হাজার টাকা লুট করে নিয়ে যায়।এ ছাড়া বাসার কয়েকটি কক্ষের তালা ভেঙ্গে শোকেস,ওয়ারড্রপ,লাগেজ তছনছ করে বলে অভিযোগ করেছেন। এ ব্যাপারে কাউখালী থানায় একটি লিখিত অভিযোগ করেছেন ব্যবসায়ী আমির হোসেন।এ দিকে একইদিন সন্ধ্যায় শিয়ালকাঠী চৌ-রাস্তা এলাকায় বশীর আহম্মেদ এর বহুতল ভবনের ভাড়াটিয়ার বাসার দরজার তালা ভেঙ্গে ঘরে প্রবেশ করে আলমীরা এবং ওয়ারড্রব ভেঙ্গে প্রায় ৫০ হাজার টাকার মালামাল নিয়ে যায়। এ ব্যাপারে কাউখালী থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।

কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মোঃ সোলায়মান বলেন, শিয়ালকাঠীর চুরির ঘটনায় দুইটি অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

The post কাউখালীতে ব্যবসায়ীর বাড়িতে দুধর্ষ চুরি appeared first on Amader Barisal – First online Newspaper of Greater Barisal – Stay with Barisal 24×7.