গ্রীষ্মের প্রচণ্ড গরমের মধ্যে পথচারীদের স্বস্তি দিতে পথচারীদের মাঝে সুপেয় পানি, স্যালাইন ও শরবত বিতরণ করা হয়েছে।

১২ জুন, বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত হালিশহর এ ব্লক বাস স্ট্যান্ড মোড়ে ১১ নং দক্ষিণ কাট্টলী ওয়ার্ড জামায়াতের উদ্যোগে এসব বিতরণ করা হয়।

কর্মসূচিতে প্রায় ১২০ জন পথচারীর মাঝে ১টি করে পানির বোতল ও স্যালাইন বিতরণ করা হয়। পাশাপাশি, করোনাভাইরাস প্রতিরোধে অংশগ্রহণকারীদের প্রত্যেককে একটি করে মাস্ক প্রদান করা হয় এবং নিয়মিত মাস্ক ব্যবহারের জন্য উৎসাহিত করা হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও আইনজীবী শেখ জোবায়ের মাহমুদ, বিশিষ্ট চিকিৎসক মো. নাসির উদ্দীন, এ ব্লক সাংগঠনিক ওয়ার্ড জামায়াতের সভাপতি আবু সাঈদ এবং সেক্রেটারি জনাব শফিকুল মাওলা শোভন।

এছাড়াও, জামায়াতের দায়িত্বশীদের মধ্যে উপস্থিত ছিলেন মঈনুদ্দিন সেলিম, জানে আলম, শাহরিয়ার নবী সাইমুন, মো. সিরাজউদ্দৌলা এবং ফোরকান উদ্দিন

The post হালিশহরে জামায়াতের উদ্যোগে পথচারীদের মাঝে পানি, স্যালাইন বিতরণ appeared first on Ctg Times.