আজহার আলীর বাসায় গিয়ে খুন হন জাকির। আজহারের দেওয়া তথ্যের ভিত্তিতে আজ পুলিশ ভাইগদিয়া এলাকার ঝোপের ভেতর থেকে বালু খুঁড়ে জাকিরের (৫৫) মরদেহ উদ্ধার করে।