স্টাফ রিপোর্টার: পবা উপজেলার নওহাটায় ঈদুল আজহা উপলক্ষে নওহাটা কলেজ মোড় ক্রিকেট ক্লাবের আয়োজনে দুই দিনব্যাপী নৈশালোক শর্ট ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
গত বুধবার দিবাগত রাতে নওহাটা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে চ্যাম্পিয়ন হয় ‘এলিভেন ফাইটার্স’ এবং রানার্স আপ হয় ‘এম ফোর স্টোর’।
ফাইনাল শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওহাটা পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য, জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি ও জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শরিফুর রহমান শরীফ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী জেলা ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক আকতারুল ইসলাম আতা। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রথম শ্রেণির ক্রিকেটার সাব্বির হোসেন, নওহাটা কলেজ মোড় ক্রিকেট ক্লাবের সিনিয়র ক্রিকেটার আখতার হোসেন মিসন, নওহাটা পৌরসভার সাবেক কাউন্সিলর মাসুদ পারভেজ শোভন এবং জেলা যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক আওয়াল উদ্দিন।
উল্লেখ্য, দুই দিনব্যাপী আয়োজিত এ টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশ নেয়। চূড়ান্ত ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করে এলিভেন ফাইটার্স ও এম ফোর স্টোর। উত্তেজনাপূর্ণ এই ম্যাচে এলিভেন ফাইটার্স বিজয়ী হয়ে শিরোপা অর্জন করে।
The post পবায় শর্ট ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন এলিভেন ফাইটার্স appeared first on সোনালী সংবাদ.