কি কমো বাহে! বর্ষা মৌসুমে ধরলা-বারোমাসিয়া নদীত পানি বাড়তিছে, হামার দু:খের শ্যাষ নাই। না হলেও ২০/২৫ দিন থেকে হামারগুলার কষ্টে দিন শুরু হছে। হামার গুলার দু:খ আর কায় দেখে বাহে! কেউ যদি অ্যানা বাঁশের সাঁকো বানেয়া দিলে হামারগুলার খুব উপকার হলো হয় বাহে!
এক বুক কষ্ট নিয়ে কথাগুলো বলছিলেন কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের চর-সোনাইকাজী গ্রামের ১০৩ বছর বয়সী বৃদ্ধ অরিচ মিয়া।
সরেজমিনে গিয়ে… বিস্তারিত