তখন মনে আছে, একটা হাতুড়ি দিয়ে জোরে বাড়ি মেরেছে আমার হাঁটুর মধ্যে। আমার তখন গলায় আওয়াজ আটকে গেছে পুরা। মানে এত জোরে লেগেছে, আমি তখন আর কথা বলতে পারছিলাম না। তো পাশ থেকে আরেক জন ইয়াং অফিসার তখন চিল্লাচ্ছে, ‘স্যার, একে শেষ করে ফেলি। এই করে ফেলি, ওই করে ফেলি।’
তো অন্যজন বলছে, ‘না, মুখ খুলবে। কয়দিন বন্ধ রাখবে?’ এরপরে একজন বলল, ‘তারেক রহমানের একাউন্ট ডিটেইল বলেন। কোন… বিস্তারিত