অনলাইন ডেস্ক: ইরানের রাজধানী তেহরানের উত্তর-পূর্ব দিকে বিমান হামলা চালিয়েছে ইসরাইল। সেখানে বিশাল বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
শুক্রবার ভোরে ইরানের রাজধানীতে বিমান হামলা চালায় ইসরাইলি বাহিনী। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা নূর নিউজের বরাতে এ তথ্য নিশ্চিত করেছে আলজাজিরা।
দুটি অজ্ঞাত সূত্রের বরাত দিয়ে সংবাদ সংস্থা এক্সিয়স জানিয়েছে, ইরানে ইসরাইলি বিমান বাহিনী হামলা চালিয়েছে। এ কারণে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ইরানের একাধিক সামরিক স্থাপনায় এই হামলা করা হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক দুই মার্কিন কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছে, ইসরাইল ইরানে একটি হামলা চালিয়েছে। তবে ওয়াশিংটন এই হামলায় সহায়তা করেনি এবং এ বিষয়ে বিস্তারিত তথ্য দিতে অস্বীকৃতি জানান তারা।
তবে ইসরাইলি সামরিক বাহিনী এখনো হামলার বিষয়টি প্রকাশ্যে নিশ্চিত করেনি।
টাইমস অব ইসরাইলের বরাত দিয়ে দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কার্টজের জানিয়েছে, ইরানে বিমান হামলা চালানো হয়েছে। এ ঘটনায় কার্টজ পুরো ইসরায়েলজুড়ে জরুরি অবস্থা জারি করেছে।
এর আগে যুক্তরাষ্ট্র এবং ইউরোপের কর্মকর্তারা ইঙ্গিত দিয়েছিলেন, ইসরাইল ইরানের ওপর হামলা চালানোর জন্য প্রস্তুত বলে ধারণা করা হচ্ছে। এর ফলে কূটনৈতিক মহলে উদ্বেগ ছড়িয়ে পড়েছে।
সূত্র সতর্ক করে বলে, এই ধরনের পদক্ষেপ মধ্যপ্রাচ্যজুড়ে উত্তেজনা তীব্রতর করতে পারে এবং ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত রাখার লক্ষ্যে ট্রাম্প প্রশাসনের সঙ্গে আলোচনাকে বিপন্ন করতে পারে।
সম্ভাব্য এই ইসরাইলি হামলা এবং ইরানের প্রতিশোধের হুমকি ঘিরে যুক্তরাষ্ট্র দ্রুত পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে।
The post ইরানের রাজধানী তেহরানে বিমান হামলা চালিয়েছে ইসরাইল appeared first on সোনালী সংবাদ.