সাতক্ষীরার তালায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৩ জুন) বেলা ১১ টার দিকে তালা উপজেলার ধান্দিয়া ইউনিয়নের এনায়েতপুর সানতলা গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত মাদ্রাসা ছাত্রের নাম হাফেজ মোহাম্মদ ইয়াসিন আলী (২৩)। তিনি সাতক্ষীরার তালা উপজেলার ধান্দিয়া ইউনিয়নের এনায়েতপুর সানতলা গ্রামের জাহিদ আলী সানার ছেলে। নিহত হাফেজ ইয়াসিন আলী খুলনা আলিয়া মাদ্রাসার ফাজিল ক্লাসের ছাত্র ছিলেন।
স্থানীয় সবজি ব্যবসায়ী মহিদুল ইসলাম ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, ঈদের ছুটিতে মাদ্রাসা থেকে বাড়িতে এসেছিলেন হাফেজ ইয়াসিন আলী। শুক্রবার সকালে বাবার সাথে বাড়ির পাশে শার্শা বিলে একটি মাছের ঘেরের বাসা নির্মাণের কাজ করছিলেন তিনি। বেলা ১১ টার দিকে একটি কাঁচা বাঁশ নিয়ে ঘেরের বাসার দিকে যাওয়ার সময় অসাবধানতাবশত বাশটি ঘেরের পাশ দিয়ে বয়ে যাওয়া পল্লী বিদ্যুতের তারে স্পর্শ করে। এত বিদ্যুৎ স্পষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায় হাফেজ ইয়াসিন আলী।
পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মইনুদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
খুলনা গেজেটে/এএজে
The post সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদ্রাসা ছাত্র নিহত appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.