অনলাইন ডেস্ক: বলিউড অভিনেত্রী কারিশমা কাপুরের সাবেক স্বামী ও ব্যবসায়ী সঞ্জয় কাপুর আর নেই। গতকাল বৃহস্পতিবার যুক্তরাজ্যে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৩ বছর। ভারতীয় সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, পোলো খেলার সময় হঠাৎ হার্ট অ্যাটাক হয় সঞ্জয়ের। এরপরই তিনি মারা যান।

মৃত্যুর কয়েক ঘণ্টা আগেও সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) শেষবারের মতো পোস্ট করেছিলেন তিনি। সেই পোস্টে আহমেদাবাদের সাম্প্রতিক উড়োজাহাজ দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছিলেন। কে জানত, অল্প সময়ের মধ্যেই নিজের জীবনপ্রদীপ নিভে যাবে!

সঞ্জয় কাপুর ও কারিশমা কাপুর ২০০৩ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তবে দীর্ঘদিনের টানাপোড়েনের পর ২০১৪ সালে বিচ্ছেদের আবেদন করেন এবং ২০১৬ সালের জুনে তাদের বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হয়। ২০১০ সালে দ্বিতীয় সন্তানের জন্মের সময় কারিশমা দিল্লি ছেড়ে মুম্বাইয়ে ফিরে আসেন। বিচ্ছেদের পর দুই সন্তান সামায়রা ও কিয়ানকে নিজের কাছে রাখার আইনি অধিকার পান কারিশমা। মুম্বাইতেই বড় হচ্ছে তারা।

কারিশমার সঙ্গে বিচ্ছেদের কয়েক বছর পর, ২০১৭ সালে মডেল প্রিয়া সচদেবকে বিয়ে করেন সঞ্জয়। তাদের সংসারে ২০১৮ সালের ডিসেম্বরে এক পুত্রসন্তান জন্ম নেয়।

সঞ্জয়ের মৃত্যুর খবরে মানসিকভাবে ভেঙে পড়েছেন কারিশমা কাপুর। এই দুঃসময়ে তার পাশে রয়েছেন ছোট বোন কারিনা কাপুর খান, বোনের স্বামী সাইফ আলী খান এবং ঘনিষ্ঠ বন্ধু মালাইকা অরোরা।

The post মারা গেলেন কারিশমা কাপুরের সাবেক স্বামী সঞ্জয় কাপুর appeared first on সোনালী সংবাদ.