
কাউখালী প্রতিনিধিঃ শ্রী গুরু সঙ্ঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমের বিশেষ প্রতিনিধি সম্মেলন শুক্রবার সকালে কেন্দ্রীয় আশ্রম অঙ্গন কউখালীতে অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় আশ্রমের এডহক কমিটির আহ্বায়ক অধ্যক্ষ পরিমল কর্মকার ।

এডহক কমিটির সদস্য সচিব এডভোকেট রনঞ্জয় কৃষ্ণ দত্ত এর স্বাগত ভাষণের পর সভার সভাপতি চলমান এডহক কমিটি বাতিল ঘোষনা পূর্বক নতুন কার্যনির্বাহী কমিটি গঠনকল্পে যাবতীয় ক্ষমতা নির্বাচন কমিশনের উপর ন্যস্ত করেন।পরবর্তীতে নির্বাচন কমিশনের প্রধান মানিক কুমার পঙ্কজ এর নেতৃত্বে নির্বাচনী অধিবেশন আরম্ভ হয় ।

কমিশনের অন্যান্য সদস্যরা হলেন সুধীর রঞ্জন পাল ও অসীম হাজরা । নির্বাচনী অধিবেশনে ৩৫১ সদস্য বিশিষ্ট সাধারণ পরিষদের উপস্থিত সদস্যদের সর্বসম্মত মতামতের ভিত্তিতে স্বামী জগন্নাথানন্দ সরস্বতী মহারাজকে সভাপতি ( আশ্রম অধ্যক্ষ ) , অধ্যক্ষ পরিমল চন্দ্র কর্মকারকে নির্বাহী সভাপতি, এডভোকেট রনঞ্জয় কৃষ্ণ দত্তকে সাধারণ সম্পাদক, মানিক সাহাকে কোষাধ্যক্ষ ও ভক্ত রঞ্জন স্বর্ণকারকে সাংগঠনিক সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয় ।
The post শ্রী গুরু সঙ্ঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমের কার্যনির্বাহী কমিটি গঠিত appeared first on Amader Barisal – First online Newspaper of Greater Barisal – Stay with Barisal 24×7.