চুয়াডাঙ্গা-১ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার সেলুন মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (১৩ জুন) সন্ধ্যা সোয়া ৭টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। এক কন্যা ও স্ত্রী রেখে গেছেন। তিনি চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের (নিষিদ্ধ ঘোষিত) সভাপতি ছিলেন।

জানা গেছে, গত কয়েকদিন ধরে শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন সাবেক এই সংসদ সদস্য। একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছিলেন। শুক্রবার সন্ধ্যায় মারা যান তিনি।

আগামী শনিবার (১৪ জুন) সকালে তার মরদেহ চুয়াডাঙ্গায় আনা হবে। সেখানে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে বলে পরিবার সূত্রে জানা গেছে।

খুলনা গেজেট/এমএম

The post সাবেক এমপি সোলায়মান জোয়ার্দার মারা গেছেন appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.