ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাট সীমান্ত দিয়ে পুশইনের সময় আছিয়া বেগম (৫০) নামের এক নারীকে আটক করেছে বিজিবি।

শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ধামইরহাট ইউনিয়নের জগদ্দল মাঠ থেকে তাকে আটক করা হয়। আটক আছিয়া বেগম যশোর জেলার ইশবপুর এলাকার রুহুল আমীনের স্ত্রী।

তিনি ১০ বছর পূর্বে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন। সেখানে  মহারাষ্ট্র রাজ্যের মুম্বাইয়ের একটি শিক্ষা প্রতিষ্ঠানে তিনি আয়ার কাজ করতেন বলে জানা গেছে।

বিজিবি সূত্রে জানা যায়, উপজেলার সীমান্ত পিলার ২৭১/৭ এফ এর সীমান্ত দিয়ে মধ্যরাতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাকে বাংলাদেশে পুশইন করে। পরে তিনি বাংলাদেশের সীমান্ত এলাকা না চিনতে পেরে বিভিন্ন গ্রামে গ্রামে ঘুরছিলেন।

এ সময় কালুপাড়া বিওপির টহল দল ধামইরহাট ইউনিয়নের জগদ্দল মাঠ থেকে তাকে আটক করে। পুশইন করা নারী আটকে বিষয়টি নিশ্চিত করেছেন ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক।

তিনি জানান, বিজিবি ওই নারীকে থানায় সোপর্দ করেছে। আমরা পরবর্তী ব্যবস্থা গ্রহণের মাধ্যমে তাকে পরিবারের নিকট হস্তান্তর করার প্রক্রিয়া চালাচ্ছি।

The post ধামইরহাট সীমান্তে পুশইনের সময় নারী আটক appeared first on সোনালী সংবাদ.