চাঁপাই ব্যুরো: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের জগন্নাথপুর এলাকায় অভিযান চালিয়ে পাবনায় চ্যাঞ্চল্যকর শিশু ধর্ষণ মামলার আসামী আলেপকে আটক করেছে র‌্যাব-৫ এর একটি দল।

গ্রেফতারকৃত হচ্ছে- পাবনা জেলার বেড়া উপজেলার বৃ-শালিকা গ্রামের মৃত জয়নাল হোসেনের ছেলে মোঃ আলেপ (৫০)।

র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের অধিনায়ক স্কোয়াড্রন লিডার মারুফ হোসেন খাঁন এক প্রেস বিফ্রিং-এ জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাবের একটি দল গত বৃহস্পতিবার বিকাল সোয়া ৫টার সময় জেলার শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের জগন্নাথপুর এলাকায় অভিযান চালিয়ে পাবনা জেলার বেড়া থানার চাঞ্চল্যকর শিশু ধর্ষণ মামলার ১ নং আসামী আলেপকে আটক করে।

রে তাকে  শুক্রবার শিবগঞ্জ থানায় সোপর্দ শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।

The post পাবনার চাঞ্চল্যকর শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি চাঁপাইয়ে গ্রেফতার appeared first on সোনালী সংবাদ.