ইরান আজ রাতে ইসরায়েলের দিকে ১০০টির কম ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। তবে তার মধ্যে অল্প কিছু ইসরায়েলে আঘাত হেনেছে বলে দাবি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী।

সিএনএনের খবরে বলা হয়, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র এফি ডেফরিন এক ভিডিও বার্তায় বলেন, কিছু আঘাত হয়েছে, তবে বেশিরভাগই প্রতিরক্ষাব্যবস্থার মাধ্যমে প্রতিহত করা হয়েছে। তিনি সতর্ক করে বলেন, রাতে আরও হামলা হতে পারে, তাই সাধারণ মানুষকে আশ্রয়কেন্দ্রের কাছাকাছি থাকতে অনুরোধ করা হচ্ছে।

 

খুলনা গেজেট/এইচ

The post ইরান ১০০টির কম ক্ষেপণাস্ত্র ছুড়েছে, ‘অল্প কিছু আঘাত হেনেছে’: ইসরায়েল appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.