ব্রিটিশ গায়িকা ডুয়া লিপা অবশেষে নানা জল্পনার অবসান ঘটালেন। নিজেই জানালেন তার বাগ্দানের খবর। ভক্তদের সেই বহু প্রতীক্ষিত ‘লাখ টাকার’ প্রশ্ন—ক্যালাম টার্নারের সঙ্গে তার বাগ্দান সেরেছেন কি না, তার উত্তর এল সরাসরি ডুয়ার কাছ থেকেই।
সম্প্রতি ব্রিটিশ সাময়িকী ভোগ-এ দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে ২৯ বছর বয়সী এই গায়িকা বলেন, ‘হ্যা, আমরা বাগ্দান সেরেছি। এটা ছিল খুবই… বিস্তারিত