এই নিযুক্তির পেছনে তার নিষ্ঠা, দক্ষতা ও অভিজ্ঞতার কথা উল্লেখ করেছেন আয়াতুল্লাহ খামেনি। তার অফিসিয়াল আদেশে বলা হয়েছে, ‘সেনাবাহিনীর বিপুল সংখ্যক যোগ্য ও বিশ্বস্ত সদস্য এবং পবিত্র প্রতিরোধ যুদ্ধসহ অতীত অভিজ্ঞতার আলোকে, আপনার নেতৃত্বে সেনাবাহিনীর যুদ্ধ প্রস্তুতি, আধ্যাত্মিক ও আদর্শিক ভিত্তি, কর্মীদের কল্যাণ এবং সশস্ত্র বাহিনীর অন্যান্য শাখার সঙ্গে সহযোগিতা জোরদার হবে বলে প্রত্যাশা করছি।’
মেজর জেনারেল হাতামি ২০১৩ থেকে ২০২১ সাল পর্যন্ত প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এদিকে সদ্যপ্রয়াত জেনারেল মোহাম্মদ হোসেইন বাগেরীর মৃত্যুর পর, সাবেক সেনাপ্রধান মেজর জেনারেল সাইয়্যেদ আব্দুররহিম মুসাভিকে সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ হিসেবে নিয়োগ দিয়েছেন সর্বোচ্চ নেতা। খামেনেয়ী তার সৎ ও মূল্যবান অবদানের জন্য মুসাভির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এর আগে গত শুক্রবার (১৩ জুন) স্থানীয় সময় বিকেলে সর্বোচ্চ ধর্মীয় নেতার দপ্তর থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল মেজর জেনারেল আবদোলরহিম মওসাভিকে ইরানের নতুন সেনাপ্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আজ কিছুটা পরিবর্তন এনে ইরানের সর্বোচ্চ নেতা খামেনির নির্দেশে আবারও দায়িত্বে কিছু রদবদল আনা হলো।
The post ইরানের নতুন সেনাপ্রধান আমির হাতেমি, মুসাভি এখন সশস্ত্র বাহিনী প্রধান appeared first on Ctg Times.