ক্রেমলিন জানায়, পুতিন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও ইরানের নতুন প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানের সঙ্গে আলাদাভাবে টেলিফোনে কথা বলেন। আলোচনায় তিনি শান্তিপূর্ণ সমাধানের ওপর গুরুত্বারোপ করেন এবং ইসরায়েলের সাম্প্রতিক হামলাকে জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে আখ্যায়িত করেন।
নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপে পুতিন বলেন, ‘ইসরায়েল-ইরান উত্তেজনা রাজনৈতিক ও কূটনৈতিক উপায়ে সমাধান করা জরুরি।’
তিনি ইরানের পরমাণু কর্মসূচি ঘিরে সব ধরনের বিরোধ শান্তিপূর্ণ পথে নিষ্পত্তির ওপর জোর দেন এবং রাশিয়ার পক্ষ থেকে মধ্যস্থতা করতে প্রস্তুতির কথা জানান।
অন্যদিকে, প্রেসিডেন্ট পেজেশকিয়ানের সঙ্গে আলাপের সময় পুতিন ইসরায়েলি হামলায় হতাহতদের জন্য গভীর শোক প্রকাশ করেন। রুশ প্রেসিডেন্ট বলেন, ‘মস্কো ইসরায়েলের এই আগ্রাসনকে জোরালোভাবে নিন্দা করে।’
ইসরায়েল গত শুক্রবার ভোরে ইরানের সামরিক ও পরমাণু স্থাপনায় একযোগে হামলা চালায়। এতে ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তাসহ বেশ কয়েকজন বিজ্ঞানী নিহত হন। হামলার লক্ষ্যবস্তু ছিল তেহরান, নাটানজ, তাবরিজ ও ইসফাহানের মতো গুরুত্বপূর্ণ শহর।
ঘটনার পর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি কঠোর প্রতিশোধের হুঁশিয়ারি দেন এবং শুক্রবার রাত থেকেই ইরানের পাল্টা জবাব শুরু হয়।
The post ইরান-ইসরায়েলকে যে প্রস্তাব দিলেন পুতিন appeared first on Ctg Times.