ফলে না হলেও আয়ে বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচটা লাভজনক ফুটবল ফেডারেশনের। পৃষ্ঠপোষকতা, টিভি স্বত্ত্ব আর টিকেট বিক্রি থেকে পেয়েছে বিপুল অর্থ, তবে অংকটা গোপন রেখেছে বাফুফে। দল হেরে গেলেও ভবিষ্যৎ আয়ে প্রভাব পড়ছে না ফেডারেশনের। অক্টোবর ও নভেম্বর ম্যাচের জন্য আসতে শুরু করেছে লোভনীয় প্রস্তাব। ভেন্যু ব্যবস্থাপনাতে আরও পেশাদার হওয়ার লক্ষ্য ফেডারেশনের।
বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচের ফলে মন ভেঙেছে কিন্তু মুখ ফিরিয়ে নেননি সমর্থকরা। পরবর্তী উইন্ডোর জন্য আশায় বুক বেধে আছেন। এই ম্যাচ ঘিরে বড় প্রস্তুতি ছিলে ফুটবল ফেডারেশনেরও, পৃষ্ঠপোষকতা, টিভি স্বত্ত্ব আর টিকেট বিক্রি থেকে বড় অংকের অর্থও আয় হয়েছে। যদিও অংকটা এখনও গোপন। তবে ম্যাচের ফলে ফেডারেশনের ভবিষ্যৎ আয়ে প্রভাব পড়ছে না। এরই মধ্যে অক্টোবর ও নভেম্বরে এশিয়ান কাপ বাছাইয়ের দুই হোম ম্যাচ ঘিরে আসতে শুরু করেছে আকর্ষণীয় প্রস্তাব।

ফুটবল ফেডারেশনের সহসভাপতি ফাহাদ করিম বলেন, সিঙ্গাপুর ম্যাচের দিনই একাধিক প্রতিষ্ঠান আগ্রহ দেখিয়েছে অক্টোবর ও নভেম্বরের আসন্ন দুটি হোম ম্যাচে পৃষ্ঠপোষকতা নিয়ে যুক্ত হতে। ম্যাচ শেষ হতেই সরাসরি বা এজেন্টদের মাধ্যমে তাদের আগ্রহের কথা জানানো হয়েছে। একটি শীর্ষস্থানীয় করপোরেট প্রতিষ্ঠান তো ইতিমধ্যেই পুরো অক্টোবর ম্যাচের পৃষ্ঠপোষকতা এককভাবে নিতে আগ্রহ প্রকাশ করেছে।

ম্যাচের দিন জাতীয় স্টেডিয়ামে সাবেক ফুটবলারদের আসন ব্যবস্থাপনা, পানিসহ বিভিন্ন পণ্যের সহজলভ্যতা ও মূল্য নিয়ে যে সমালোচনা দেখা দিয়েছে আগামীতে সেসব শুধরে নিতে শিগিগির কার্যক্রম মূল্যয়নের জন্য সভায় বসবে কম্পিটিশনস কমিটি।

ফুটবল ফেডারেশনের সহসভাপতি ফাহাদ করিম বলেন, অনলাইন টিকিটিং, গেইট ম্যানেজমেন্ট, সীট অ্যালোকেশন সব কিছুতে কী কী সমস্যা হয়েছে তা চিহ্নিত করা হবে। তারচেয়ে বড় বিষয় যেটা অত্যন্ত দুঃখজনক পানির বিষয়টা আমি নিজেই বেশ কয়েকটা নিউজে দেখেছি সেসব ব্যাপারে কি কি ঝামেলা হয়েছে, কেন হয়েছে আমরা এই প্রতিটি বিষয় মূল্যায়ন করব যাতে ভবিষ্যতের ম্যাচগুলোতে এসব না ঘটে।

এদিকে, অনূর্ধ্ব-২৩ দলের জন্যও কাজ করে যাচ্ছে বাফুফে। ২৮ থেকে ৩০ জুন পর্যন্ত প্রায় অর্ধশত প্রবাসী ফুটবলারের ট্রায়ালের আয়োজন করা হচ্ছে ঢাকায়। জাতীয় দলের হেড কোচ হাভিয়ের কাবরেরার ঢাকায় এসে এসব ফুটবলারকে পর্যবেক্ষণ করার কথা রয়েছে। তবে সিঙ্গাপুর ম্যাচের ব্যর্থতার পর কাবরেরার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছে। বিষয়টি চূড়ান্ত করবে জাতীয় দল ব্যবস্থাপনা কমিটি।

শনিবার ফেডারেশন সভাপতি তাবিথ আউয়াল নির্বাহী কমিটির সদস্যদের সঙ্গে নিয়ে গণমাধ্যমের মুখোমুখি হবেন। তখনই কোচ, আয়োজনে ঘাটতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বেশ কিছু প্রশ্নের উত্তর মিলতে পারে।

The post সিঙ্গাপুর ম্যাচ দিয়ে বিপুল আয় বাফুফের, appeared first on Bangladesher Khela.