বাকায়ি বলেন, ইসরায়েলের এই হামলা যুক্তরাষ্ট্রের অনুমতি ছাড়া হতো না। তাই ওয়াশিংটনও এই হামলার জন্য দায়ী।
তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র এমনভাবে কাজ করেছে যে এখন আর সংলাপের কোনো মানে থাকে না। আপনি একদিকে শান্তিপূর্ণ আলোচনা চালাতে চান, আর অন্যদিকে ইসরায়েলকে ইরানের ভূখণ্ডে হামলার সুযোগ দেন—এটা দ্বিচারিতা।
সম্প্রতি ইসরায়েলি বিমান হামলায় এখন পর্যন্ত ৭৮ জন ইরানি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত ৩২০ জন। নিহতদের মধ্যে ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তারাও রয়েছেন।
এদিকে জাতিসংঘে ইরানের স্থায়ী প্রতিনিধি সাঈদ ইরাওয়ানি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক জরুরি বৈঠকে বলেন, বৃহস্পতিবার দিবাগত রাতে ইসরায়েল তেহরানসহ একাধিক শহরে ব্যাপক হামলা চালিয়েছে। হামলার লক্ষ্য ছিল শুধু সামরিক স্থাপনাই নয়, বরং আবাসিক ভবনও, যা আন্তর্জাতিক আইন পরিপন্থী এবং পরিস্থিতিকে আরও মারাত্মক করে তুলেছে।
The post ‘যুক্তরাষ্ট্রই এ হামলার মূল হোতা, তাদের সাথে পারমাণবিক আলোচনা অর্থহীন’ appeared first on Ctg Times.