ইসরায়েলি সামরিক আগ্রাসনের পর যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক সংলাপের আর কোনো মানে নেই বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঈসমাইল বাকায়ি। ইরানের বার্তা সংস্থা তাসনিমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন।

বাকায়ি বলেন, ইসরায়েলের এই হামলা যুক্তরাষ্ট্রের অনুমতি ছাড়া হতো না। তাই ওয়াশিংটনও এই হামলার জন্য দায়ী।
তিনি আরও বলেন, ‌যুক্তরাষ্ট্র এমনভাবে কাজ করেছে যে এখন আর সংলাপের কোনো মানে থাকে না। আপনি একদিকে শান্তিপূর্ণ আলোচনা চালাতে চান, আর অন্যদিকে ইসরায়েলকে ইরানের ভূখণ্ডে হামলার সুযোগ দেন—এটা দ্বিচারিতা।

সম্প্রতি ইসরায়েলি বিমান হামলায় এখন পর্যন্ত ৭৮ জন ইরানি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত ৩২০ জন। নিহতদের মধ্যে ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তারাও রয়েছেন।

এদিকে জাতিসংঘে ইরানের স্থায়ী প্রতিনিধি সাঈদ ইরাওয়ানি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক জরুরি বৈঠকে বলেন, বৃহস্পতিবার দিবাগত রাতে ইসরায়েল তেহরানসহ একাধিক শহরে ব্যাপক হামলা চালিয়েছে। হামলার লক্ষ্য ছিল শুধু সামরিক স্থাপনাই নয়, বরং আবাসিক ভবনও, যা আন্তর্জাতিক আইন পরিপন্থী এবং পরিস্থিতিকে আরও মারাত্মক করে তুলেছে।

ইরান এই হামলাকে স্পষ্টতই সার্বভৌমত্ব লঙ্ঘন এবং একটি রাষ্ট্রকে উসকানির চেষ্টা হিসেবে দেখছে। বিশ্লেষকদের মতে, এই ঘটনার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা নতুন উচ্চতায় পৌঁছাতে পারে।

The post ‌‘যুক্তরাষ্ট্রই এ হামলার মূল হোতা, তাদের সাথে পারমাণবিক আলোচনা অর্থহীন’ appeared first on Ctg Times.