ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠির বাসন্ডা ইউনিয়নের কুনিহারী গ্রামে অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। ১৩ জুন রাত ৯টা ৩০ মিনিটের দিকে এই অভিযান পরিচালনা করা হয়।

জেলা গোয়েন্দা শাখা সূত্রে জানা যায়, এসআই (নিঃ) সুজন চন্দ্র রায়ের নেতৃত্বে ডিবির একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, কুনিহারী গ্রামের এম আর ব্রিকস এর সামনে পাঁকা রাস্তার উপর কয়েকজন ব্যক্তি ইয়াবা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। পরে অভিযান চালিয়ে দুইজনকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—
১। মোঃ মনির খান (৪২), পিতা: মোঃ বাদল খান, সাং: বিকনা কলেজ মোড়, ওয়ার্ড-০১,
২। মোঃ নজরুল ইসলাম (৩৯), পিতা: মোঃ মতিউর রহমান, সাং: পূর্ব বিকনা, ওয়ার্ড-০১।
উভয়ের বাড়ি ঝালকাঠি সদর উপজেলায়।

পুলিশ জানায়, আসামি মনির খানের প্যান্টের পকেট থেকে ১৫ পিস এবং নজরুল ইসলামের লুঙ্গির কোচর থেকে আরও ১৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ তালিকা প্রস্তুত করে ইয়াবাগুলো জব্দ করা হয়েছে।

এ বিষয়ে অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা বলেন, “আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং মাদকবিরোধী অভিযান চলমান থাকবে।”

The post ঝালকাঠিতে ৩০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক appeared first on Amader Barisal – First online Newspaper of Greater Barisal – Stay with Barisal 24×7.