গ্যাসজনিত কারণে অগ্নি দুর্ঘটনা প্রোধে সতর্কীকরণ বার্তা দিয়েছে তিতাস গ্যাস কোম্পানি। শনিবার (১৪ জুন) তিতাস গ্যাসের ব্যবস্থাপক (মিডিয়া ও জনসংযোগ) মো. আল আমিনের সই করা এক বার্তায় এই সতর্কতা জানানো হয়।
বার্তায় বলা হয়, গ্যাসের চুলা জ্বালানোর কমপক্ষে ২০ মিনিট পূর্বে রান্না ঘরের দরজা-জানালা খুলে দিয়ে বায়ু চলাচল নিশ্চিত করুন। চুলার নব/বাটন/হুসপাইপ/পিতলের চাবি ইত্যাদিতে কোনো গ্যাস লিকেজ আছে কি না পরীক্ষা করুন। লিকেজ পরিলক্ষিত হলে রাইজারের চাবি বন্ধ করে দিন এবং প্রয়োজনে দক্ষ মিস্ত্রি দিয়ে লিকেজ মেরামতের ব্যবস্থা করুন।
বার্তায় আরও বলা হয়, গ্যাসের লিকেজ/গ্যাসের গন্ধ পেলে এই নম্বরসমূহে ০১৯৫৫-৫০০৪৯৭-৫০০ ও কল সেন্টার ১৬৪৯৬ এ যোগাযোগ করুন।
বার্তায় গ্যাস ব্যবহারে সচেতন হওয়া এবং দুর্ঘটনার হাত থেকে নিরাপদ থাকতে বলা হয়।
The post গ্যাস দুর্ঘটনা প্রতিরোধে তিতাসের সতর্কবার্তা appeared first on Ctg Times.