
আল আমিন,বাবুগঞ্জ(বরিশাল)॥ বীরপ্রতীক রতন শরীফ ফাউন্ডেশনের নামে একটি অরাজনৈতিক সংগঠনের যাত্রা শুরু হয়েছে। শুক্রবার (১৩ জুন) সন্ধ্যায় বরিশালের বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের রাকুদিয়া নতুনহাট এলাকায় এক আলোচনা সভা ও দোয়া-মোনাজাত মাধ্যমে ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে এর শুভ উদ্বোধন করেন মুক্তিযুদ্ধকালীন বেইজ কমান্ডার বীর প্রতীক রতন আলী শরীফ। বীর প্রতীক রতন আলী শরীফের ছেলে শহিদুল ইসলামের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিমানবন্দর প্রেসক্লাব সভাপতি ও সুজন-সুশাসনের জন্য নাগরিক কমিটির উপজেলা সম্পাদক আরিফ আহমেদ মুন্না,সহযোদ্ধা অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য আব্দুল মজিদ হাওলাদার, রাকুদিয়া নতুন হাট জামে মসজিদের সভাপতি গিয়াস উদ্দিন বাবুল, নতুন হাট জামে মসজিদের খতিব হাফেজ মোহাম্মদ আল-আমিন, ইমাম হাফেজ সাইফুল ইসলাম প্রমুখ। এসময় বাবুগঞ্জ প্রেসক্লাবের সাবেক সম্পাদক আরিফ হোসেন, দপ্তর সম্পাদক আল-আমিন হাওলাদার, বিমানবন্দর প্রেসক্লাবের প্রচার সম্পাদক মহিউদ্দিন খাঁন রানা প্রমুখ সাংবাদিক ছাড়াও স্থানীয় রাকুদিয়া গ্রামের মুক্তিযোদ্ধা, শিক্ষক, ইমাম, ব্যবসায়ী ও সুশীল সমাজের প্রতিনিধিসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। উদ্বোধন অনুষ্ঠানে বক্তারা বলেন বীরপ্রতীক রতন শরীফ ফাউন্ডেশন একটি ব্যতিক্রমধর্মী সামাজিক সংগঠন। সমাজের গরিব, দুঃখী ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোই এর মূল লক্ষ্য। বীরপ্রতীক রতন শরীফ ফাউন্ডেশন দেশের যেকোনো বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার নিয়ে কাজ করবে। ফাউন্ডেশনটি অসহায় মানুষদের সহায়তার মাধ্যমে সমাজে একটি মানবিক পরিবর্তন আনতে প্রতিশ্রুতিবদ্ধ। এভাবেই বীরপ্রতীক রতন শরীফ ফাউন্ডেশন সফলতার পথে এগিয়ে যাবে। উল্লেখ্য, রতন আলী শরীফ মুক্তিযুদ্ধকালীন একজন বেইজ কমান্ডার ছিলেন। তিনি মুক্তিযুদ্ধের সংগঠক এবং নেতৃত্ব প্রদানকারী হিসেবে বিভিন্ন সম্মুখ যুদ্ধে অসীম সাহসিকতা ও দক্ষতার পরিচয় দেওয়ায় তাকে বীর প্রতীক খেতাবে ভূষিত করা হয়। তার জন্মস্থান বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের রাকুদিয়া গ্রামে। তিনি মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের করাচীতে বিমানবাহিনীতে কর্মরত ছিলেন। তিনি করাচীতে ছুটিতে থাকাকালে বাংলাদেশ স্বাধীনতার ঘোষণা হলে তিনি পালিয়ে দেশে চলে আসেন এবং মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। তিনি ৩টি রাইফেল সংগ্রহ করে মুক্তিযোদ্ধাদের সংগঠিত করে হানাদার বাহিনীর বিরুদ্ধে বাবুগঞ্জে প্রথম প্রতিরোধ গড়ে তোলেন। মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য তাকে “বীর প্রতীক” খেতাব দেওয়া হয়, যা বাংলাদেশের চতুর্থ সর্বোচ্চ সামরিক খেতাব। “বীরপ্রতীক রতন শরীফ ফাউন্ডেশন” এর মূল লক্ষ্য হবে মানবসেবা, কল্যাণ ও সমাজের উন্নয়নমূলক কর্মকান্ড বলে জানিয়েছেন উদ্যোক্তা তার ছেলে শহিদুল ইসলাম।
The post মানবসেবাই হবে বীরপ্রতীক রতন শরীফ ফাউন্ডেশনের মূল লক্ষ্য appeared first on Amader Barisal – First online Newspaper of Greater Barisal – Stay with Barisal 24×7.