একজন সাংবাদিকের সবচেয়ে বড় গুণ তাঁর নিউজসেন্স থাকা। কোন বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে, কোন বিষয়টা সামনে দেওয়া দরকার—এই পলিটিকস বুঝতে হবে। নয়তো রিপোর্টার হওয়া যাবে না। পত্রিকায় ছাপা প্রতিবেদন বেশি বেশি পড়তে হবে। তাহলে প্রতিবেদন লেখা নিয়ে একটা ধারণা তৈরি হবে।