২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকার জয়ের জন্য শেষ ২৪ বলে প্রয়োজন ছিল ২৬ রান, হাতে ৬ উইকেট। এমন সমীকরণও মেলাতে পারেনি প্রোটিয়ারা! হাত ছোঁয়া দূরত্বে যেয়েও শিরোপা হারানো যেন তাদের নিয়তি হয়ে উঠেছিল! ‘চোকার’ তকমার সেই দুঃস্বপ্ন নিশ্চয়ই লর্ডসেও তাড়া করেছিল টেম্বা বাভুমাদের! তবে এবার ব্যাটকে রীতিমতো তলোয়ার বানিয়ে দলের ঢাল হয়ে দাঁড়ালেন এইডেন মার্করাম। তার সেঞ্চুরিতেই চোকার তকমা ঘুচিয়ে সাদা পোশাকে বিশ্ব চ্যাম্পিয়ন হলো দক্ষিণ আফ্রিকা।

এর আগে বৈশ্বিক ক্রিকেট টুর্নামেন্টে ১৪টি নকআউট ম্যাচে টানা হেরেছিল দক্ষিণ আফ্রিকা। আরাধ্য সেই শিরোপা অবশেষে ধরা দিলো ক্রিকেটের তীর্থভূমি লর্ডসে। অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়ে প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পেল প্রোটিয়ারা। তবে এর আগে একবার মিনি বিশ্বকাপ নামে পরিচিত আইসিসি নকআউট ট্রফি (উইলস ইন্টারন্যাশনাল কাপ) জিতেছিল তারা। বৈশ্বিক টুর্নামেন্ট হলেও সেটি বিশ্বকাপ ছিল না।

বিস্তারিত আসছে…

খুলনা গেজেট/এএজে

The post ‘চোকার’ দক্ষিণ আফ্রিকাই এখন বিশ্ব চ্যাম্পিয়ন appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.