মানিকগঞ্জের সিংগাইর উপজেলার দক্ষিণ বাইমাইল দেহানখিলা খালের উপর নির্মাণ করা হয়েছে কালভার্ট। খরচ হয়েছে প্রায় ৪০ লাখ ৫০ হাজার টাকা। তবে কালভার্ট নির্মাণ হলেও নেই কোনো সংযোগ সড়ক। এতে একদিকে কালভার্টটি পড়ে আছে ব্যবহার ছাড়াই অন্যদিকে স্থানীয়দের চলাচলেও পড়তে হচ্ছে ভোগান্তিতে।
স্থানীয়রা জানায়, বায়রা ইউনিয়নের দেহানখিলা মসজিদের উত্তর পাশে খালের উপর দিয়ে লোকজন যাতে সহজে চলাচল করতে পারে, এ জন্য ১১ মিটার… বিস্তারিত