সাতক্ষীরার কালিগঞ্জে সরকারি জায়গায় অবৈধ নির্মাণ কার্যক্রম পরিচালনার অভিযোগে রাব্বী হোসেন তুহিন নামে এক ব্যবসায়ীকে ২০০ টাকা জরিমানা ও ১০ দিনের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (১৩ জুন) রাত ১০ টার দিকে কালিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত কুমার বিশ্বাস উপজেলার রতনপুর বাজারে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

অভিযুক্ত ব্যবসায়ী রাব্বী হোসেন তুহিন সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়নের মহিষকুড় গ্রামের শেখ মতিয়ার রহমানের ছেলে।

উপজেলা ভূমি অফিস সূত্রে জানা গেছে, রতনপুর বাজারে সরকারি জায়গায় নির্মিত দোকানঘরে অবৈধভাবে ছাদ ঢালাইয়ের কাজ করছিলেন ওই বাজারের মুদি ব্যবসায়ী রাব্বী হোসেন তুহিন। বিষয়টি জানতে পেরে শুক্রবার রাত ১০ টার দিকে ঘটনাস্থলে যেয়ে বিষয়টির সত্যতা পান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত কুমার বিশ্বাস। এ সময় তিনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধভাবে ছাদ নির্মাণের অভিযোগে ব্যবসায়ী রাব্বী হোসেন তুহিনকে ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড ও নগদ ২শ’ টাকা জরিমানা করেন।

এছাড়া ছাদ ঢালাইয়ের জন্য আনা রড, সিমেন্ট ও অন্যান্য সামগ্রী রতনপুর বাজার কমিটির নেতৃবৃন্দের জিম্মায় রাখার আদেশ দেন ভ্রাম্যমাণ আদালত।

কালিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত কুমার বিশ্বাস ভ্রাম্যমাণ আদালতে ব্যবসায়ীকে জরিমানা ও ১০ দিনের কারাদন্ড প্রদানের বিষয়টি নিশ্চিত করেছেন।

খুলনা গেজেট/এএজে

The post কালিগঞ্জে অবৈধভাবে স্থাপনা নির্মাণের অভিযোগে ব্যবসায়ীর জেল-জরিমানা appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.