আজ শনিবার (১৪ জুন) দুপুরে রাজধানীর বেইলি রোডে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার আয়োজিত লিগ্যাল এইড বিষয়ক মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।
আইন উপদেষ্টা বলেন, ‘ন্যায়বিচার নিশ্চিতে বিচারকদের প্রশিক্ষণ দেওয়াসহ নানামুখী পদক্ষেপ নেওয়া হয়েছে।’
এছাড়া মামলার অভিশাপ থেকে মানুষকে মুক্তি দিতে আইনগত সহায়তা প্রদান আইনের সংশোধন করা হচ্ছে বলেও জানান আসিফ নজরুল।
এ সময় উপদেষ্টা বলেন, প্রতিবছর দেশের বিভিন্ন আদালতে ৫ লাখের বেশি মামলা হয়। তবে সরকারি আইনগত সহায়তা প্রতিষ্ঠানকে যদি দক্ষ করে গড়ে তোলা যায়, তবে মধ্যস্থতার মাধ্যমে ১ থেকে ২ লাখ মামলা আদালতের এক দশমাংশ সময়ের মধ্যে নিষ্পত্তি করা সম্ভব।
The post দ্রুত মামলা নিষ্পত্তিতে সিভিল প্রসিডিউর কোড সংশোধন হচ্ছে: আসিফ নজরুল appeared first on Ctg Times.