বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানার ১৮ নং পূর্ব বাকলিয়া ওয়ার্ডের প্রবীণ রুকন মাওলানা বদিউল আলম (৮৩) শনিবার সকাল ৯টায় ইন্তেকাল করেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ বাদে যোহর বাকলিয়ার কামালে ইশক মোস্তফা কামিল মাদ্রাসা ময়দানে মরহুমের নামাযে জানাজা অনুষ্ঠিত হয়েছে। এতে ইমামতি করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সাবেক এমপি আলহাজ্ব শাহজাহান চৌধুরী। জানাযাপূর্ব সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরীর ভারপ্রাপ্ত আমীর মুহাম্মদ নজরুল ইসলাম, মরহুমের মেঝ সন্তান সাইফুল মারুফ।

উক্ত জানাযায় উপস্থিত ছিলেন বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা লিয়াকত আক্তার ছিদ্দিকী, নগর এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খায়রুল বাশার, মুহাম্মদ উল্লাহ, মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ তোহা, নগর কর্মপরিষদ সদস্য ছিদ্দিকুর রহমান, আমির হোসাইন, হামেদ হোসাইন এলাহী, বাকলিয়া থানা আমীর সুলতান আহমদ, নায়েবে আমীর মুহাম্মদ আবুল মনছুর, সেক্রেটারি নুর আহমদ, কোতোয়ালী থানা সেক্রেটারি মোস্তাক আহমদ প্রমুখ।

শোকবাণী

মাওলানা বদিউল আলমের ইন্তেকালে গভীর শোক জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরীর ভারপ্রাপ্ত আমীর মুহাম্মদ নজরুল ইসলাম এবং কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরী সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন।

শোক বাণীতে নেতৃবৃন্দ বলেন, মরহুম বদিউল আলম ইসলামী আন্দোলনের একজন নিবেদিত প্রাণ ব্যক্তি ছিলেন, জীবনের শেষ পর্যন্ত সংগঠনের দায়িত্ব পালন করেছেন, ময়দানে প্রত্যক্ষ ভূমিকা রেখেছেন। মরহুমকে আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা ক্ষমা ও রহম করুন এবং তাঁর কবরকে প্রশস্ত করুন। তার ত্যাগ কুরবানীকে আল্লাহ কবুল করুন, তার গুনাহ খাতাগুলোকে ক্ষমা করে দিয়ে নেকিতে পরিণত করুন। কবর থেকে শুরু করে পরবর্তী প্রত্যেকটি মঞ্জিলকে তার জন্য সহজ, আরামদায়ক ও কল্যাণময় করে দিন। পরিবার পরিজনদের এই শোকে ধৈর্যধারণের তাওফিক দান করুন।

উল্লেখ্য তিনি প্রায় দুই বছর যাবত প্যারালাইজড সহ বিভিন্ন রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, সাত ছেলে, তিন মেয়ে এবং নাতি-নাতনী সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ বাদে আসর আনোয়ারা উপজেলার গহিরা ৩ নং রায়পুরা ইউনিয়নে ময়নাগাজীর বাড়িতে এজাহারুল উলুম মাদ্রাসা মাঠে মরহুমের দ্বিতীয় নামাযে জানাজা অনুষ্ঠিত হয়, এতে ইমামতি করেন মরহুমের সন্তান সাইফুল করিম, এরপর নিজ পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়।

The post প্রবীণ রুকন মাওলানা বদিউল আলমের ইন্তেকালে চট্টগ্রাম মহানগরী জামায়াতের শোক: জানাজা ও দাফন সম্পন্ন appeared first on Ctg Times.