আগামী ১০ জুলাই গায়ানায় শুরু হতে যাচ্ছে গ্লোবাল সুপার লিগের (জিএসএল) দ্বিতীয় আসর। আসর শুরুর এক মাস আগেই স্কোয়াড ঘোষণা করেছে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স, হোবার্ট হারিকেন্স এবং সেন্ট্রাল স্ট্যাগস। তবে এখনো দল ঘোষণা করেনি বর্তমান চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স।
দল ঘোষণায় চমক দেখিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। স্বাগতিক গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স দলে নিয়েছে পাকিস্তানের স্টাইলিশ বাঁহাতি ব্যাটার সাউদ শাকিলকে, যিনি টপ অর্ডারে বড় ভূমিকা রাখতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তবে গত আসরে খেলা বাংলাদেশের তরুণ পেসার তানজিম হাসান সাকিব এবার স্কোয়াডে জায়গা পাননি।

গায়ানার ঘোষিত স্কোয়াডে আছেন ইমরান তাহির, মঈন আলী ও শিমরন হেটমায়ারের মতো অভিজ্ঞ তারকারা। এছাড়া তিন বিদেশি হিসেবে রাখা হয়েছে রহমানউল্লাহ গুরবাজ (আফগানিস্তান), ডোয়াইন প্রিটোরিয়াস (দক্ষিণ আফ্রিকা) ও মার্ক অ্যাডায়ারকে (আয়ারল্যান্ড)।

অন্যদিকে, হোবার্ট হারিকেন্সের স্কোয়াডে জায়গা পেয়েছেন শাহিবজাদা ফারহান, মোহাম্মদ নবি, মোহাম্মদ নাওয়াজ ও ওডেন স্মিথ। তবে গুঞ্জন থাকলেও বাংলাদেশি লেগস্পিনার রিশাদ হোসেনকে নেয়নি দলটি।

নিউজিল্যান্ডের দল সেন্ট্রাল স্ট্যাগস ঘোষণা করেছে সবচেয়ে সংক্ষিপ্ত স্কোয়াড। মাত্র একজন বিদেশি ক্রিকেটার হিসেবে দলে রয়েছেন ম্যাথিউ ফোর্ড। অধিনায়কত্বের দায়িত্ব পালন করবেন টম ব্রুস।

সবচেয়ে আলোচিত বিষয়, এখনও পর্যন্ত বর্তমান চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স স্কোয়াড ঘোষণা করেনি, যা ঘিরে বাড়ছে জল্পনা-কল্পনা।

গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স স্কোয়াড
ইমরান তাহির, এভিন লুইস, জনসন চার্লস, মঈন আলী, শিমরন হেটমায়ার, সাউদ শাকিল, রোমারিও শেফার্ড, ডোয়াইন প্রিটোরিয়াস, গুড়াকেশ মোতি, আকিল হোসেন, রহমানউল্লাহ গুরবাজ, মার্ক অ্যাডায়ার, জোয়েল অ্যান্ড্রু, শামার স্প্রিঙ্গার এবং আমির জানগু।

সেন্ট্রাল স্ট্যাগস স্কোয়াড
টম ব্রুস, ডগ ব্রেসওয়েল, উইল ক্লার্ক, জশ ক্লার্কসন, ডেন ক্লিভার, টবি ফিন্ডলে, ডিন ফক্সক্রফট, কার্টিস হিফি, জেডেন লেনক্স, এইজাজ প্যাটেল, অ্যাঙ্গাস শ্যাও, ব্লেয়ার টিকনার, উইল ইয়ং এবং ম্যাথু ফোর্ড।

হোবার্ট হারিকেন্স স্কোয়াড
মার্কাস বিন, জ্যাকসন বার্ড, নিখিল চৌধুরি, জেক ডোরান, সাহিবজাদা ফারহান (বিদেশি), রাফায়েল ম্যাকমিলান, বেন ম্যাকডারমট, মোহাম্মদ নবি (বিদেশি), মোহাম্মদ নাওয়াজ (বিদেশি), ওডেন স্মিথ, বিলি স্ট্যানলেক, টিম ওয়ার্ড এবং ম্যাক রাইট।

The post রিশাদ-সাকিবদের ছাড়াই দল ঘোষণা করল হোবার্ট ও গায়ানা appeared first on Bangladesher Khela.