পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি:

বরগুনার পাথরঘাটায় দিনদিন বাড়ছে ডেঙ্গু রোগির সংখ্যা। ১ থেকে ১৪ জুন পর্যন্ত পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন ৬৮ জন ডেঙ্গু রোগি।
শুক্রবার (১৩ জুন) পর্যন্ত পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬৫ জন ভর্তি হয়েছে। শনিবার (১৪ জুন) সকাল দশটা পর্যন্ত ৩ জন রোগি ভর্তি হয়। এমন অবস্থায় স্বল্প সংখ্যক চিকিৎসকরা চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে।
এদিকে গত কয়েকদিন ধরে পাথরঘাটার বিভিন্ন এলাকায় জ্বর, সর্দি, কাশির রোগির খবর পাওয়া যাচ্ছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু রোগিদের জন্য আলাদা ওয়ার্ড করা হয়েছে। ইতোমধ্যে কিছুসংখ্যক ডেঙ্গু রোগি চিকিৎসা নিয়ে বাড়ি গেলেও অধিকাংশ রোগি এখনো চিকিৎসাধীন।
পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প.প. কর্মকর্তা মো. মাহবুব হোসেন বলেন, প্রতিদিনই ডেঙ্গু রোগির সংখ্যা বাড়তে। ডেঙ্গু রোগির জন্য আলাদা ওয়ার্ড করা হয়েছে। সেখানে ১৬ টি বেড রয়েছে।
তিনি আরও বলেন, চিকিৎসক থাকার কথা ৩১ জন সেখানে আছে মাত্র তিনজন। যার কারণে চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে। যেভাবে রোগির সংখ্যা বাড়ছে তাতে দ্রুত চিকিৎসক সংযুক্ত করা দরকার। আমরা ইতোমধ্যেই উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।
The post পাথরঘাটায় ১৪ দিনে ৬৮ রোগি ভর্তি, দিনদিনই বাড়ছে রোগীর সংখ্যা appeared first on Amader Barisal – First online Newspaper of Greater Barisal – Stay with Barisal 24×7.