ইসরায়েলি হামলার পর পূর্ব সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের কারণে ইরানের মূল পারমাণবিক উপাদানগুলো সুরক্ষিত আছে বলে জানিয়েছেন দেশটির আণবিক শক্তি সংস্থার (এইওআই) মুখপাত্র বেহরুজ কামালভান্দি।
শনিবার (১৪ জুন) বার্তা সংস্থা ইরনা এক প্রতিবেদনে জানিয়েছে, কামালভান্দি বলেছেন, ইসরায়েলি হামলায় নাতানজ, ফোরডো এবং ইসফাহানের স্থাপনাগুলোয় সীমিত পরিমাণে ক্ষতি হয়েছে। এতে কোনো প্রাণহানি ঘটেনি।
তিনি বলেন, সম্ভাব্য… বিস্তারিত