স্টাফ রিপোর্টার: রাজশাহীর কোল্ড স্টোরেজে বস্তা প্রতি অতিরিক্ত অর্থ আদায় ও ডিজিটাল মিটারের মাধ্যমে পরিমাণ কম দেখানোর অভিযোগে বিপাকে পড়েছেন স্থানীয় আলু চাষি ও ব্যবসায়ীরা। এই সঙ্কট নিরসনে ‘রাজশাহী জেলা কৃষক ও আলু ব্যবসায়ী সমবায় সমিতি’ নামে ২১ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
এতে সভাপতি নির্বাচিত হয়েছেন আব্দুল আহাদ এবং সাধারণ সম্পাদক হয়েছেন আলহাজ্ব মিঠু আহমেদ। গতকাল শনিবার বিকালে বায়া এলাকার কোল্ড স্টোরেজের সামনে স্থানীয় চাষি ও ব্যবসায়ীরা অবস্থান কর্মসূচি পালন করেন।
তাদের অভিযোগ, প্রতি মণ আলু সংরক্ষণে সরকারি নির্ধারিত মূল্যকে উপেক্ষা করে অতিরিক্ত টাকা নেওয়া হচ্ছে। এছাড়াও ডিজিটাল মিটারের মাধ্যমে আলুর প্রকৃত পরিমাণ কম দেখিয়ে প্রতারণাও করা হচ্ছে। এই পরিস্থিতিতে ক্ষুব্ধ হয়ে উঠেছেন চাষি ও ব্যবসায়ীরা।
নবগঠিত ‘রাজশাহী জেলা কৃষক ও আলু ব্যবসায়ী সমবায় সমিতি’র অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি আলম আলী, সহ-সাধারণ সম্পাদক আব্দুল গাফফার, কোষাধ্যক্ষ আলহাজ্ব আব্দুস সালাম হাজী, সহ-কোষাধ্যক্ষ আলমগীর ও শামীম হোসেন, সাংগঠনিক সম্পাদক হাবীব, সহ-সাংগঠনিক সম্পাদক সামসুদ্দীন প্রমুখ। এই কমিটির পক্ষ থেকে ঘোষণা দেয়া হয়েছে, আজ রোববার সকাল ১০টার মধ্যে কোনো কার্যকর সমাধান না মিললে তারা মহাসড়ক অবরোধসহ কঠোর আন্দোলনে নামবেন।
এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য বা উদ্যোগ পাওয়া যায়নি। তবে ভুক্তভোগীরা দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ দাবি করেছেন, যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং কৃষি খাত বড় ধরনের ক্ষতির মুখে না পড়ে।
The post আলু ব্যবসায়ীদের সঙ্কট নিরসনে ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন appeared first on সোনালী সংবাদ.