স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জায়ামাতে ইসলামী রাজশাহী মহানগরীর উদ্যোগে  শুক্রবার নগরীর একটি মিলনায়তনে থানা শূরা সদস্য শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়েছে।

কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী মহানগরীর আমির ড. মাওলানা কেরামত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ও রাজশাহী -১ সংসদীয় আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী অঞ্চলের সহকারী পরিচালক অধ্যাপক রফিকুল ইসলাম, টিম সদস্য অধ্যক্ষ নজরুল ইসলাম এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য প্রফেসর আবুল হাশেম।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মুজিবুর রহমান বলেন, জুলাইয়ে ছাত্র-জনতার ঐক্যবদ্ধ আন্দােলনে অর্জিত বিজয় হাতছাড়া হয়ে যাবে যদি এ দেশের ফ্যাসিবাদ বিরোধী শক্তি ঐক্যবদ্ধ না হয়। নতুন বাংলাদেশের প্রত্যাশা ন্যায় ও ইনসাফভত্তিক সমাজ প্রতিষ্ঠা করা। সেই লক্ষ্যেই জামায়াতে ইসলামী কাজ করছে।

সভাপতির বক্তব্যে ড. মাওলানা কেরামত আলী বলেন, দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ গড়তে আগামীতে আল্লাহর আইন বাস্তবায়ন করতে হবে, সৎ মানুষের শাসন নিশ্চিত করতে হবে। এদেশের মানুষ শান্তি চাই, এদেশের মানুষ নিজেদের নাগরিক অধিকার চাই, আর কোনো স্বৈরশাসন এদেশের মানুষ দেখতে চাই না।

রাজশাহী মহানগরী জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি অধ্যক্ষ মাহবুবুল আহসান বুলবুলের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, রাজশাহী মহানগরীর নায়েবে আমির অ্যাড. আবু মোহাম্মদ সেলিম, ভারপ্রাপ্ত  মহানগরীর সহকারী সেক্রেটারি ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজশাহী মহানগর সভাপতি অধ্যাপক আব্দুস সামাদ, শিল্প ও বানিজ্য সেক্রেটারি অধ্যাপক এ কে এম সারওয়ার জাহান প্রিন্স, সাংগঠনিক সেক্রেটারি জসিম উদ্দিন সরকার, অফিস সেক্রেটারি তৌহিদুর রহমান সুইট প্রশিক্ষণ সেক্রেটারী ও জামায়াত মনোনীত পবা উপজেলা চেয়ারম্যান প্রার্থী হাফেজ নুরুজ্জামান।

The post মহানগর জামায়াতের থানা শূরা সদস্য শিক্ষাশিবির appeared first on সোনালী সংবাদ.