সাধারণভাবে আমরা বাবাদের দেখি একজন শক্ত, ধৈর্যশীল ও দায়িত্ববান মানুষ হিসেবে। আর এই ধারণা থেকেই অধিকাংশ সময় উপেক্ষিত থেকে যায়, বাবার মনে জমে থাকা সব দুঃখ, ক্লান্তি ও হতাশা। গবেষণা বলছে, এর প্রভাব সন্তানের আচরণে দীর্ঘমেয়াদি ছাপ ফেলে।